ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তি

দ. কোরীয় দুই নাগরিককে আটক করেছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
দ. কোরীয় দুই নাগরিককে আটক করেছে উ. কোরিয়া

ঢাকা: সিউলের হয়ে গুপ্তচর বৃত্তি চালানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার দুই নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া।

নিজ দেশের গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করতো বলে কিম কুক কি ও চই চুন কিলকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে উত্তর কোরিয়া।



তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও অর্থ জাল করারও অভিযোগ আনা হয়েছে।

তবে উত্তর কোরিয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’ উল্লেখ করে আটককৃতদের দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়া মাঝেমধ্যেই দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের আটক করে গুপ্তচর বৃত্তির অভিযোগ তোলে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়। দর কষাকষির উপকরণ হিসেবে ব্যবহারের উদ্দেশেই এভাবে আটক করা হয়ে থাকে বলে জানা গেছে।

এছাড়া উত্তর কোরিয়ায় ধর্মীয় কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার কারণে ধর্মপ্রচারে নিয়োজিতদেরকেও দেশটিতে আটক করা হয়ে থাকে। ২০১৪ সালে অস্ট্রেলীয় ধর্মপ্রচারক জন

শর্টকে কারাদণ্ডও দেওয়া হয়েছিল এজন্য। এছাড়া একই বছর দক্ষিণ কোরিয়ার ধর্মপ্রচারক কিম জং-উককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ধর্মীয় কার্যকলাপের আড়ালে
গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ