ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা

ঢাকা: প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে সোমবার সকালে আঘাত হেনেছে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প। সম্ভাব্য সুনামির আশঙ্কায় ইতোমধ্যেই দেয়া হয়েছে সুনামি সতর্কতা।



দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাবাউল শহর সংলগ্ন ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার অভ্যন্তরে ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা সাড়ে সাত।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের চারপাশের এক হাজার কিলোমিটারেরর মধ্যে অবস্থিত পাপুয়া নিউগিনি ও সলোমন দ্বীপের সমুদ্র উপকূলে সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে জানিয়েছে হাওয়াইয়ে অবস্থিত প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

ভূমিকম্পটি আঘাত হানার পরপরই ওই স্থানে রিখটার স্কেলে ৫.৭ ও ৫ মাত্রার আরও দুটি অপেক্ষাকৃত কম শক্তিশালী কম্পন অনুভূত হয়।
 
ভূমিকম্পের এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি বলে জানান পাপুয়া নিউ গিনির ন্যাশনাল ডিজাসটার সেন্টারের পরিচালক মাটির্ন মোস।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।