ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নিহত শতাধিক বোকো হারাম জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
নাইজেরিয়ায় নিহত শতাধিক বোকো হারাম জঙ্গি ছবি : সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে চাদ ও নাইজার সেনাবাহিনীর সাথে লড়াইয়ে শতাধিক বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) নাইজেরিয়ার বর্নো রাজ্যে চাদ ও নাইজার বাহিনীর সাথে সংঘর্ষ হয় পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম সদস্যদের।

এতে চাদেরও নয় সেনা নিহত হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সংঘর্ষে নয় সেনাসহ ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন চাদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আযেম বার্মান্দোয়া।

তিনি জানান, সংঘর্ষের সময় নিজেদের অবস্থান থেকে অন্তত ১০ কিলোমিটার পিছু হটতে বাধ্য হয়েছে বোকো হারাম জঙ্গিরা।

এর সপ্তাহকাল আগে নাইজারের সীমান্তবর্তী নাইজেরিয়ার মালাম ফাতোরি থেকে বোকো হারামকে হটিয়ে দেয় চাদ ও নাইজার বাহিনী। এই এলাকাই ছিল নাইজেরিয়ায় জঙ্গি সংগঠনটির শেষ শক্ত ঘাঁটি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ