ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে জেল ভেঙ্গে তিনশ’ বন্দি ছিনিয়ে নিয়েছে আল কায়দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
ইয়েমেনে জেল ভেঙ্গে তিনশ’ বন্দি ছিনিয়ে নিয়েছে আল কায়দা ছবি : সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের একটি কারাগার ভেঙ্গে তিনশ’ বন্দিকে মুক্ত করেছে এই অঞ্চলে আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপ অাল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বন্দরনগরী এডেন থেকে পাঁচশ’ কিলোমিটার পূর্বে অবস্থিত ইয়েমেনের উপকূলীয় অঞ্চল হাদ্রামাওতের রাজধানী আল-মুকাল্লার কেন্দ্রীয় কারাগারে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।



ছিনিয়ে নেয়া বন্দিদের বেশিরভাগই সুপরচিতি আল কায়েদা যোদ্ধা বলে জানা গেছে। তাদের মধ্যে একিউএপি’র অন্যতম শীর্ষ নেতা খালিদ বাতার্ফিও রয়েছেন।

কারাগারে হামলা চালানোর পর জঙ্গিরা আল-মুকাল্লায় অবস্থিত ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের শাখায় হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

আল-মুকাল্লা এলাকাটি এখনো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথ বিমানহামলায় বন্দরনগরী এডেনের কেন্দ্রে ঢুকে পড়া হুথি বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।

এর আগে বুধবার (০১ এপ্রিল)  এডেনের কেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এ সময় খোর মাকসার এলাকায় হুথি বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।