ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সাথে চুক্তিতে সম্মত বিশ্বশক্তির ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
ইরানের সাথে চুক্তিতে সম্মত বিশ্বশক্তির ৬ দেশ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে বিশ্বের শক্তিধর ৬ দেশের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। সুইজারল্যান্ডের লুজান শহরে অনুষ্ঠিত বৈঠকে ইরানের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে।

‘সমস্যাটি‘ সমাধানের জন্য হয়েছে একটি ‘কাঠামোগত’ চুক্তি।

ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি আগামী ৩০ জুনের মধ্যে সই করা হবে বলে আশা করছে সংশ্লিষ্ট দেশসমুহ।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন ও জার্মানির সঙ্গে এ বিবদমান বিষয়টিতে আলোচনায় বসে ইরান।

ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) বৈদেশিক নীতির প্রধান ফ্যাডেরিকা মোঘেরিনি বলেন, এ চুক্তির মধ্য দিয়ে ইরানের পরমাণূ সমৃদ্ধকরণ ও তা গুদামজাতকরণ সীমিত হয়ে আসবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরি’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই চুক্তিটিকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

তাঁর ভাষায়, মধ্যস্ততাকারীরা এখন এই ‘কাঠামো চুক্তির আলোকে’ একটি চূড়ান্ত চুক্তির খসড়া তৈরি করবেন।

এদিকে, জাভেদ জাফরি এক টুইটার বার্তায় বলেন, ‘(অবশেষে)সমাধান মিলেছে,(আমরা) এখন দ্রুতই খসড়াটি তৈরি করার জন্য প্রস্তুত’।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটার বার্তায় বলা হয়, ‘চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছি’।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর টুইটার বার্তায় দিনটিকে ‘বড় দিন’ বলে অভিহিত করে বলেন, ‘চূড়ান্ত চুক্তিটি তৈরি করার কাজে ফিরে যেতে চাই’।

তবে ইসরাইলের পূনঃনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর টুইটার বার্তায় ঘোষণা দেন, ‘(আশাকরি) যেকোন চুক্তিই ইরানের পরমাণুশক্তি অর্জনের ইচ্ছাকে দমন করতে ও দেশটির সন্ত্রাসী-আগ্রাসনকে মোকাবিলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।