ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬৬ দিন সাগরে ভাসার পর উদ্ধার পেলেন মার্কিন জেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
৬৬ দিন সাগরে ভাসার পর উদ্ধার পেলেন মার্কিন জেলে

ঢাকা: দিক হারিয়ে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় সাগরে ভেসে বেড়ানোর পর উদ্ধার পেলেন এক মার্কিন জেলে।

গত জানুয়ারি মাসের শেষভাগে মাছ ধরতে গভীর সমুদ্রে যাওয়ার পর পথ হারায় লুইস জর্দানের (৩৭) নৌকা।

তিনিই ছিলেন ওই নৌকার একমাত্র আরোহী।

পথ হারানোর কয়েকদিনের মধ্যেই খাবার ও পানি শেষ হয়ে যাওয়ায় কাঁচা মাছ খেতে বাধ্য হন তিনি।

নিখোঁজের ৬৬ দিন পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা উপকূল থেকে দুইশ’ মাইল দূরে গভীর সমুদ্রে লুইসে জর্দানের নৌকাটিকে দেখতে পায় একটি জার্মান মালবাহী জাহাজ। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন কোস্টগার্ড।
 
উদ্ধার পাওয়ার পর লুইস জানান, সাগরে বেরিয়ে আকস্মিক এক দুর্ঘনায় তার নৌকার রেডিও ও অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে। ফলে দিক হারিয়ে উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াতে থাকেন সমুদ্রে। এ সময় নৌকার মজুত পানি ও খাবার ফুরিয়ে যায়। তবে নিজের কাপড় দিয়ে জাল বানিয়ে মাছ ধরেন তিনি। পাশাপাশি পান করেন বৃষ্টির পানি।


গত জানুয়ারি মাসের শেষের দিকে তার নিখোঁজ হওয়ার খবর জানিয়ে পুলিশে রিপোর্ট করে লুইস জর্দানের পরিবার।

জার্মান মালবাহী জাহাজ থেকে হেলিকপ্টারে করে লুইস জর্দানকে ভার্জিনিয়ার নরফোকের একটি হাসপাতালে নেয় মার্কিন কোস্টগার্ড। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি।

পুত্রকে জীবিত ফিরে পেয়ে অভিভূত লুইস জর্দানের পিতা বলেন, তিনি ধারণা করেছিলেন তারা হয়তো লুইসকে আর কখনই ফিরে পাবেন না।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।