ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ককপিটেই হাতাহাতি এয়ার ইন্ডিয়ার ২ পাইলটের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
ককপিটেই হাতাহাতি এয়ার ইন্ডিয়ার ২ পাইলটের ছবি : সংগৃহীত

ঢাকা: মাটি ছেড়ে উড়োজাহাজ যখন শ’-হাজার ফুট ওপরে বাতাসে ওড়ে, তখন যেন উড়োজাহাজের পাইলটদের হাতেই যাত্রীদের প্রাণ চক্কর খেতে থাকে। কিন্তু সেই পাইলটরা যখন এই গুরুদায়িত্ব ভুলে নিজেরাই ককপিটে হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়েন, তখন যাত্রীদের মানসিক অবস্থা কী দাঁড়ায়!

রোববার (৫ এপ্রিল) এমনই বিভীষিকাময় পরিস্থিতির শিকার হতে হয়েছে এয়ার এন্ডিয়ার একটি অভ্যন্তরীন ফ্লাইটের যাত্রীদের।



ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রোববার বিকেলে জয়পুর বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে এয়ারবাস এ-৩২০ উড্ডয়ন করার ঠিক আগে ঝামেলায় জড়িয়ে পড়েন উড়োজাহাজের প্রধান পাইলট ও তার সহকারী। প্রথমে বাহাস, তারপর হাতাহাতিতে পর্যন্ত লিপ্ত হন দু’জন। তবে, এ ক্ষেত্রে সহকারী পাইলটের দিকেই অভিযোগের আঙুল ওঠে।

যাত্রীরা বলেন, প্রধান চালক তার সহকারীকে কয়েকটি রুটিন কাজ করতে বললেই তিনি ক্ষেপে ওঠেন এবং হাতাহাতিতে লিপ্ত হন। যদিও পরে প্রধান পাইলট মাথা ঠাণ্ডা রেখে উড়োজাহাজটি নিরাপদে দিল্লিতে পৌঁছান।

এয়ার ইন্ডিয়ার পাইলটদের মধ্যে এই হাতাহাতির ঘটনা আরও একবার পাইলটদের ‘মানসিক সুস্থতা’ নিয়ে প্রশ্ন তুললো। ক’দিন আগেই আত্মহত্যা করতে যাত্রীবোঝাই উড়োজাহাজ নিয়ে ইউরোপের ‍আল্পস পাহাড়ের গায়ে ঝাঁপিয়ে পড়েছিলেন লুফথানসা পরিচালিত জার্মানউইংসের কো-পাইলট।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।