ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আয় কমেছে মার্কিন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
আয় কমেছে মার্কিন প্রেসিডেন্টের

ঢাকা: ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে কমেছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার বাৎসরিক আয়।

শুক্রবার (১০ এপ্রিল) হোয়াইট হাউজ ওবামা দম্পতির ২০১৪ সালের আয়ের হিসাব প্রকাশ করেছে।

এ তথ্য বিশ্লেষণেই আয় কমার বিষয়টি বেরিয়ে আসে।

তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বারাক ও মিশেল ওবামার বাৎসরিক আয় ছিল চার লাখ ৭৭ হাজার ৩শ’ ৮৩ ডলার। যা ২০১৩ সালের তুলনায় ২৫ হাজার ৮শ’ ডলার কম।

২০১৩ সালে ওবামা দম্পতির আয় ছিল পাঁচ লাখ তিন হাজার ১শ’ ৮৩ ডলার। এর আগের বছর অর্থাৎ ২০১২ সালে তাদের আয় ছিল ছয় লাখ ৬২ হাজার ৭৬ ডলার।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
আরএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।