ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ২০ শ্রমিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
পাকিস্তানে ২০ শ্রমিককে গুলি করে হত্যা

ঢাকা: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে ২০ শ্রমিককে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।



স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার (১১ এপ্রিল) সকালে এ খবর জানিয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা ইমরান খুরিশির বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ঘুমন্ত শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করে জঙ্গিরা। এরপর জঙ্গিরা মোটরসাইকেলের মাধ্যমে দ্রুত চলে যায়।

ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে ইমরান খুরিশি বলেন, নিহতদের প্রত্যেকের শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। নিহত শ্রমিকরা সিন্ধ প্রদেশের। একটি ব্রিজ তৈরির কাজে তারা নিয়োজিত ছিলেন বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকের পাশাপাশি নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ড. আব্দুল মালিক বেলুচ।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।