ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
তুরস্কে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৫

ঢাকা: তুরস্কে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের সংঘর্ষে পাঁচ বিদ্রোহী নিহত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এগ্রি অঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



এ সংঘর্ষে চার সেনা আহত হয়েছে বলেও এক বিবৃতিতে জানায় তুর্কি সেনাবাহিনী। সেই সঙ্গে পাঁচ বিদ্রোহী নিহত ও একজনকে আহত অবস্থায় আটকের খবরটিও নিশ্চিত করা হয় ওই বিবৃতিতে।

কুর্দিস্তানি ওয়ার্কার্স পার্টি (পিকেকে) তুরস্কের কুর্দিশ জাতীয়তাবাদী জঙ্গি সংগঠন। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর ১৯৮৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রায় ত্রিশ বছর তুরস্কে কুর্দি অধিকার প্রতিষ্ঠার দাবিতে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সংগঠনটি। দেশটির মোট জনসংখ্যার দশ থেকে পঁচিশ শতাংশ কুর্দি জনগোষ্ঠী। এরা সবাই দশকের পর দশক সরকারি নির্যাতনের স্বীকার বলে অভিযোগ পিকেকে’র।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।