ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হুথি আতঙ্কে সৌদি সীমান্তে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
হুথি আতঙ্কে সৌদি সীমান্তে নিরাপত্তা জোরদার

ঢাকা: শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের হামলা ঠেকাতে ইয়েমেন সংলগ্ন সীমান্তবর্তী এলাকাগুলোয় নিরাপত্তা জোরদার করছে সৌদি আরব।

সম্প্রতি সীমান্তের এপার থেকে সৌদির অভ্যন্তরে মর্টার হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

গত শনিবারের (১০ এপ্রিল) ওই হামলায় ইয়েমেন সীমান্ত সংলগ্ন নাজরান এলাকায় তিন সেনা নিহত হয়। এরই প্রেক্ষিতে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সা’দা সংলগ্ন সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করছে দেশটির সরকার।

এরই মধ্যে দুই দেশের মধ্যবর্তী পর্বত ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত ট্যাঙ্ক ও সেনা মোতায়েন হয়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়।

হুথি দমনে তিন সপ্তাহ আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর হামলা শুরুর পর থেকেই সীমান্তে হামলা বেড়ে গেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।