ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিরোশিমায় ভবনের সঙ্গে প্লেনের ধাক্কা, আহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
হিরোশিমায় ভবনের সঙ্গে প্লেনের ধাক্কা, আহত অন্তত ২০ ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানের হিরোশিমা বিমানবন্দরে অবতরণের সময় একটি ভবনের সঙ্গে বাড়ি খেয়ে একশ’ আশি ডিগ্রি ঘুরে থেমে যায় এশিয়ান এয়ারলাইন্সের একটি প্লেন। এ ঘটনায় প্লেনটির অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।



মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় হিরোশিমা বিমানবন্দরে এশিয়ানের ওজেড১৬২ ফ্লাইটটি এ দুর্ঘটনার স্বীকার হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এ-৩২০ এয়ারবাসটি অবতণের সময় নিকটবর্তী গ্লাইডস্লোপ টাওয়ারের সঙ্গে এর লেজে বাড়ি খায়। এতে বিমানটি প্রায় একশ’ আশি ডিগ্রি ঘুরে যায় বলে জানিয়েছে জাপানের যোগাযোগ মন্ত্রণালয়। এ ঘটনায় গ্লাইডস্লোপ ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছে বলে হিরোশিমা অগ্নি নির্বাপক সংস্থা। প্লেনটি থেকে এর সকল আরোহীকে বের করে আনা হয়েছে বলেও নিশ্চিত করেছে সংস্থার কর্মীরা।

প্লেনটিতে ৭৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন বলে জানা গেছে।

দেশটির বিমান চলাচল সংস্থা জানিয়েছে, প্লেনটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল থেকে জাপানের হিরোশিমা যাচ্ছিল।

দুর্ঘটনার পরপরই হিরোশিমা বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।