ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাইবেরিয়ায় দাবানলে নিহত অন্তত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
সাইবেরিয়ায় দাবানলে নিহত অন্তত ২৩ ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার সাইবেরিয়ায় দাবানলে অন্তত ২৩ জনের প্রানহানীর ঘটনা ঘটেছে।

সাইবেরিয়ার খাকাশিয়া এলাকাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রানহানীর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এই এলাকার প্রায় পাঁচশ’ অধিবাসী ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানা গেছে।

তবে খাকাশিয়া এলাকার দাবানল নিয়ন্ত্রণে আনা গেছে বলে রাশিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আগুনে এই এলাকার প্রায় দেড় হাজার বাড়িঘর ভস্মীভূত হয়ে গেছে।

এদিকে, রাশিয়ার পূর্বাঞ্চলে যাবাইকাল এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। বাতাসের জোর প্রবাহ আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করছে বলে জানিয়েছে অগ্নি নির্বাপক সংস্থা।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।