ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন সরকারের ইরানের ‘শান্তি প্রস্তাব’ প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
ইয়েমেন সরকারের ইরানের ‘শান্তি প্রস্তাব’ প্রত্যাখ্যান ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান সংকট কাটাতে জাতিসংঘে উপস্থাপিত ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার।

শনিবার (১৮ এপ্রিল) ইয়েমেন সরকারের মুখপাত্র রাজেহ বাদির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



তিনি বলেন, সৌদি নেতৃত্বে চলমান উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথ অভিযান বন্ধ করা হলে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা পুরো ইয়েমেন দখল করে নেওয়ার সুযোগ পাবে।

এর আগে জাতিসংঘে উপস্থাপন করা শান্তি প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতিসহ বৈদেশিক সেনা অভিযান বন্ধের আহ্বান জানায় ইরান। সেই সঙ্গে মানবিক সহায়তা বাড়ানো ও শান্তি প্রতিষ্ঠায় ইয়েমেন সরকারকে আলোচনার পরামর্শও দেওয়া হয় ওই প্রস্তাবে।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, শিয়াপন্থি হুথি দমনে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর বিমান হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইয়েমেনে সাড়ে সাতশ’র বেশি মানুষ নিহত হয়েছে। সেই সঙ্গে ঘরছাড়া হয়েছে দেড় লাখেরও বেশি ইয়েমেনী।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।