ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
জাপানে সুনামি সতর্কতা

ঢাকা: প্রতিবেশী তাইওয়ানের পূর্বাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার প্রেক্ষিতে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করেছে জাপান।

সোমবার জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে তাইওয়ানের দক্ষিণ পশ্চিমে ইউনাগুনিতে সাগরতলের অল্প গভীরে ভূকম্পনটির কেন্দ্রস্থল হওয়ায় দক্ষিণ ওকিনাওয়া দ্বীপপুঞ্জে সুনামির আশঙ্কা করা হচ্ছে।



এ ব্যাপারে জাপানের মিয়াকো নগর কর্তৃপক্ষের কর্মকর্তা সাতোশি শিমোজি বলেন, আমরা সুনামি সতর্কতা ইস্যু করেছি। নাগরিকদের সাগর থেকে যতদূরে সম্ভব অবস্থান করতে বলা হয়েছে।

জাপান বিশ্বের চারটি ভূপ্রাকৃতিক টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। এ কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর ২০ শতাংশই অনুভূত হয় জাপানে।

২০১১ সালে জাপানের নিকটবর্তী সমুদ্রে রিখটার স্কেলে ৯ মাত্রার একটি মারাত্মক ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে মারা যায় ১৮ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।