ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ফুটবল দাঙ্গায় ১১ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
মিশরে ফুটবল দাঙ্গায় ১১ জনের মৃত্যুদণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: তিন বছর আগে এক ফুটবল ম্যাচে দাঙ্গা সৃষ্টির অভিযোগে ১১ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।

রোববার (১৯ এপ্রিল) তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

২০১২ সালে পোর্ট সাইদ শহরে এক ফুটবল ম্যাচে দাঙ্গায় ৭৩ জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়।

তবে দণ্ডাদেশ প্রাপ্তদের সাজা কার্যকরে এখনো মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির অনুমতি বাকি আছে। সেই সঙ্গে এই আদেশের বিপরীতে আপিলেরও সুযোগ রয়েছে আসামীদের। সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে আরো কয়েক বছর পেরিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১২ সালে ঘটনার দিন মিশরীয় আল-মাসরি ও আল-আহলি দলের মধ্যে ফুটবল ম্যাচ চলছিল। খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত পরই বিজয়ী দল আল-মাসরির সমর্থকরা বিপক্ষ দলের সমর্থকদের ওপর আক্রমণ করে বসে। সৃষ্ট দাঙ্গায় পদদলিত হয়ে ও গ্যালারি থেকে পড়ে গিয়ে ৭৩ জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।