ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়া জাতিসংঘের গাড়িতে বোমা হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
সোমালিয়া জাতিসংঘের গাড়িতে বোমা হামলায় নিহত ৯ ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ায় স্বশাসিত পুন্টল্যান্ড অঞ্চলে জাতিসংঘের কর্মকর্তা বহনকারী গাড়িতে বোমা হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) পুন্টল্যান্ডের রাজধানী গারোয়িতে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



জাতিসংঘের কর্মীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে সোমালিয়ার রেডিও স্টেশন আল-ফুরকান।

পুলিশ কর্মকর্তা ইউসুফ আলি জানিয়েছেন, গাড়ির আসনের নিচে দূর নিয়ন্ত্রিত বোমাটি পেতে রাখা হয়েছিল। পরবর্তীতে এর বিস্ফোরণ ঘটানো হয়।

তাৎক্ষণিকভাবে হামলার পেছনে কারা বা কোন গোষ্ঠী রয়েছে, তা জানাতে পারেনি সোমালীয় পুলিশ। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও এ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।