ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেতানিয়াহু-আব্বাসের সঙ্গে সারকোজির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০
নেতানিয়াহু-আব্বাসের সঙ্গে সারকোজির ফোনালাপ

প্যারিস: ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

মঙ্গলবার সারকোজির অফিস থেকে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

তিনি শান্তি প্রক্রিয়া নিয়ে ওই দুই নেতার সঙ্গে আলোচনা করেন।

সারকোজি ওই দুই নেতাকে জোর দিয়ে “শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করা ও এই লক্ষ্যে উভয় পক্ষকে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার” কথা বলেন।

নতুনভাবে সরাসরি একটি আলোচনা, বসতি স্থাপনের সময়সীমা বাড়ানোর জন্য তাড়া দেন তিনি। শান্তি প্রক্রিয়া বন্ধ থাকায় জেরুজালেমে ভারসাম্যের ওপর প্রভাব পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।