ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে যৌন হয়রানির শিকার বাংলাদেশি কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ভারতে যৌন হয়রানির শিকার বাংলাদেশি কিশোরী ছবি : প্রতীকী

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশে একটি এনজিও প্রতিষ্ঠানের আশ্রয়কেন্দ্রে থাকাকালে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশি এক কিশোরী।

সোমবার (২০ এপ্রিল) ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুতে বিষয়টি প্রকাশ পায়।



জানা গেছে, মানব পাচার চক্রের খপ্পরে পড়ে সোনা (ছদ্মনাম) নামের ওই ১৪ বছর বয়সী কিশোরী অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় পৌঁছালে তাকে উদ্ধার করে স্থানীয় একটি এনজিও’র কাছে হস্তান্তর করে পুলিশ। এনজিওটি নিজেদের চাইল্ডলাইন হোমে তার থাকার ব্যবস্থা করে।

পরে শিশু কল্যাণ কমিটির (সিডব্লিইসি) মানব পাচার সংক্রান্ত একটি মামলায় শুনানির সময় সোনা তার যৌন হয়রানির অভিযোগটি তোলে।

এ সময় সে জানায়, শুধু তাকেই নয়, চাইল্ডলাইন হোমে তার সঙ্গে থাকা অন্য মেয়েরাও সেখানে যৌন হয়রানির শিকার হয়েছে। এনজিও’র কয়েকজন কর্মীই এসব করতো বলে অভিযোগ করে সে।

অভিযোগের সত্যতা নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন শিশু কল্যাণ কমিটির (সিডব্লিইসি) চেয়ারম্যান বি. নাগেশ রাও।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।