ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগর ট্র্যাজেডির হতভাগ্যদের স্মরণ মাল্টার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ভূমধ্যসাগর ট্র্যাজেডির হতভাগ্যদের স্মরণ মাল্টার ছবি : সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগরে স্মরণকালের সবচেয়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো আটশ’ অভিবাসীকে গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছে মাল্টা।

অবৈধভাবে সাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে প্রাণহানি বন্ধে ও মানবপাচার রোধে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক বসার প্রাক্কালে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক অনুষ্ঠানের আয়োজন করে এ সম্মান জানালো মাল্টা সরকার।



‍দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার শান্তি চেয়ে অনুষ্ঠানে ইসলাম ও খ্রিস্টান ধর্মমতে প্রার্থনা করা হয়।

প্রাণ হারানো হতভাগ্যদের প্রতি সম্মান জানাতে অনুষ্ঠানে অংশ নেন মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইস কোলেইরো প্রেসা, প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো ও ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন কমিশনার।

রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় মধ্যরাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে পেলাগি দ্বীপপুঞ্জের লামপেডুসা থেকে প্রায় একশ’ ৯৩ কিলোমিটার দক্ষিণে লিবিয়ার জলসীমায় প্রায় নয়শ’ যাত্রী নিয়ে ডুবে যায় একটি নৌকা। এ ঘটনায় আটশ’ জনেরই মৃত্যু হয় বলে জানিয়েছে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।