ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল, প্রাণহানি ৮৭৬

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল, প্রাণহানি ৮৭৬

ঢাকা: ভূমিকম্পে বিপর্যস্ত নেপাল, বিধ্বস্ত কাঠমান্ডু। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা।

স্থানীয় সময় দুপুর পৌনে বারোটার দিকে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৮৭৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
 
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ভূমিকম্পের ঘটনায় সংবাদমাধ্যমে নেপালে প্রাণহানির সংখ্যা যেন বাড়ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন প্রচুর মানুষ। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি অসংখ্য মানুষকে। সময় যত পেরোচ্ছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমে আসছে।

শনিবার (২৫ এপ্রিল) নেপালের স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে (বাংলাদেশ স্থানীয় সময় ১২টা ১১ মিনিট) আঘাত হানে ৭.৯ মাত্রার ভূমিকম্পটি।

এর উৎপত্তিস্থল ছিলো রাজধানী কাঠমান্ডু ও পশ্চিমাঞ্চলীয় শহর পোখারার মধ্যবর্তী লামজুংয়ের ভূগর্ভের ৯.৩ মাইল গভীরে। লামজুং থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার।

মূল কম্পনের পর অনুভূত হয় আরও বেশ কয়েকটি মাঝারি ও মৃদু মাত্রার কম্পন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটির ২৬ মিনিট পর দ্বিতীয় এবং এর ৮ মিনিট পর তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। সব মিলিয়ে বিভিন্ন মাত্রার মোট ১৫-১৭টি কম্পন অনুভূত হয় বলে জানায় স্থানীয়রা।

রাজধানী কাঠমান্ডু ছাড়াও নাগরকোট, কোদারি ও পানাওতি সহ পুরো নেপাল জুড়েই অনুভূত হয় এই কম্পন।

ভূমিকম্পে কাঠমান্ডুর বিভিন্ন ভবন ধসে পড়েছে। ভেঙ্গে পড়েছে বহু প্রাচীন মন্দির, স্থাপনা ও ঐতিহাসিক ভবন। অসংখ্য মানুষ এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

কাঠমান্ডুর প্রাণকেন্দ্রে নয় তলা বিশিষ্ট একটি প্রাচীন টাওয়ার ধসে এর নিচে চাপা পড়েছেন চার শতাধিক মানুষ।

১৮৩২ সালে নির্মিত হয়েছিলো ধারাহারা টাওয়ার নামে পরিচিত কাঠমান্ডুর ওই প্রাচীন নিদর্শনটি। প্রতিদিনই প্রচুর দর্শনার্থী ভীড় করতেন টাওয়ারটি দেখতে।

এছাড়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত কাঠমান্ডুর রাজপ্রাসাদ, প্রাচীন মন্দির এই ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  
 
এদিকে ভূমিকম্পের কারণে হিমালয় পর্বতমালায় ব্যাপক তুষার ধসের খবর পাওয়া গেছে।

অ্যালেক্স গ্যাভেন নামের এক পর্বতরোহী এভারেস্টের একটি বেস ক্যাম্প থেকে তাৎক্ষণিকভাবে তুষার ধসের বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করেন।

ইতোমধ্যেই এভারেস্ট সংলগ্ন হিমালয়ের বিভিন্ন স্থান থেকে থেকে তুষারধসে চাপা পড়ে নিহত ৮ পবর্তরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে নেপালের পর্যটন মন্ত্রণালয়।

ট্যুরিস্ট মওসুম শুরু হওয়ায় এই মুহূর্তে কমপক্ষে তিন লাখ পর্যটক নেপালে অবস্থান করছেন বলে জানিয়েছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ।

এদিকে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে ফাঁটল দেখা দেয়ায় বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। শিডিউল ফ্লাইটগুলো প্রতিবেশী ভারতের বিভিন্ন বিমাবন্দরে অবতরণ করছে।

পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে গেছে কাঠমান্ডুর সঙ্গে নেপালের অন্যান্য অঞ্চলের সংযোগ রক্ষাকারী বেশ কয়েকটি মহাসড়ক।

নেপাল ছাড়াও ভূমিকম্পে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী ভারত। নেপাল সীমান্তবর্তী ভারতের বিহার রাজ্যে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাজ্য কর্তৃপক্ষ। এছাড়া উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম সহ ভারতের অন্যান্য স্থানেও ভূমিকম্পন অনুভূত হয়। সব মিলিয়ে ভারতে প্রাণ হারিয়েছেন ৩৪ জন।

হিমালয়ের অপরপ্রান্তে অবস্থিত তিব্বতেও ভূমিকম্পে ৫ জনের প্রাণহানির খবর দিয়েছে সংবাদমাধ্যম।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
আরআই

** প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৫৮, জরুরি অবস্থা জারি
** ভূমিকম্পে যেভাবে কেঁপেছিলো কাঠমান্ডু (ভিডিও)
** নেপালের ভূমিকম্পে প্রায় সাতশ’ মানুষের প্রাণহানি
** নেপালে ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৬শ’
** নেপালের ভূমিকম্পে প্রাণহানি বেড়ে সাড়ে চারশ’
** নেপালে ভয়াবহ ভূমিকম্প, নিহত দেড় শতাধিক
** ভূমিকম্পে নেপালে ব্যাপক ভূমিধস
** ভবন ধসে শত শত আটকা
** ভূমিকম্পে ধোবাউড়ায় ৫ শিক্ষার্থী আহত
** নেপালে ভয়াবহ ভূমিকম্প, নিহত দেড় শতাধিক
** ৭.৫, ৫.৪, ৬.৫, ৫.৮ ও ৫.২ মাত্রার পরপর পাঁচ ভূমিকম্প
** ফেনীতে ভূমিকম্পে ১০ তলা ভবনে ফাটল
** যশোরে স্কুল ভবনে ফাটল, ক্লাস-পরীক্ষা বন্ধ
** কাঠমাণ্ডুতে নিহত চার, এয়ারপোর্ট বন্ধ
** সাভারে কারখানায় আতঙ্ক, নিহত এক, আহত শতাধিক
** ভূমিকম্পে ধোবাউড়ায় স্কুলছাত্রীর মৃত্যু
** কিশোরগঞ্জে মসজিদে ফাটল
** দেশজুড়ে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর আসছে
** দফায় দফায় ভূমিকম্পে কাঁপছে নেপাল
** আবারো ভূমিকম্প, মাত্রা ৫.৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।