ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে আরও ৬০০ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
থাইল্যান্ডে আরও ৬০০ অভিবাসী উদ্ধার

ঢাকা: আন্দামান সাগরে ভাসমান আরও ছয়শ’ অভিবাসীকে উদ্ধার করেছে থাইল্যান্ডের উদ্ধারকারী দল।

শুক্রবার (২৯ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী জেনারেল থানাসাক পাতিমাপ্রাকর্ন সাংবাদিকদের এ তথ্য জানান।



তবে নতুন এই অভিবাসীদের কখন উদ্ধার করা হয়, তা না জানিয়ে তিনি বলেন, সাগরে এখনও বেশ কিছু সংখ্যক ভাসমান অভিবাসী রয়েছেন।

জাতিসংঘের শরথার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, আন্দামান সাগরে এখনও ভাসমান অবস্থায় মানবেতর দিনযাপন করছে সাড়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশি ও মালয়েশিয়ার রোহিঙ্গা অভিবাসী।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।