ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেপ ব্লাটার ফের নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
সেপ ব্লাটার ফের নির্বাচিত সেফ ব্লাটার

ঢাকা: বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট হিসেবে সেপ ব্লাটার ফের নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েও তিনি এ নির্বাচনে জয় লাভ করেন।



বাংলাদেশ সময় শুক্রবার (২৯ মে) রাতে ফিফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন গভীর রাতেই ফিফার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

নির্বাচনে এ জয়ের মধ্যদিয়ে পঞ্চম বারের মতো তিনি ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

ব্লাটারের প্রতিদ্বন্দী জর্ডানের প্রিন্স আলী বিন হুসাইন প্রথম পর্বের ভোট শেষ হলে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। ফলে দ্বিতীয় পর্বের আর ভোটিংয়ের প্রয়োজন পড়েনি।

ফিফার ২০৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২০৬ রাষ্ট্র ভোটে অংশ নেয়। প্রথম পর্বের নির্বাচন শেষে ১৩৩ ভোট পান ব্লাটার। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিন্স আলি বিন আল-হুসাইন পান ৭৩ ভোট।

১৯৯৮ সাল থেকে ফিফার প্রেসিডেন্টে পদে দায়িত্বে রয়েছেন ৭৯ বছর বয়সী সুইজারল্যান্ডের নাগরিক সেপ।

বৃহস্পতিবার (২৮ মে) সুইজারল্যান্ডের জুরিখে নিজস্ব সদর দপ্তরে দুই দিনব্যাপী ফিফার ৬৫তম বার্ষিক কংগ্রেস শুরু হয়েছিল।

বাংলাদেশ: ০১২০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।