ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাদকের ওয়েবসাইট ‘সিল্ক রোড’ প্রতিষ্ঠাতার যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ৩০, ২০১৫
মাদকের ওয়েবসাইট ‘সিল্ক রোড’ প্রতিষ্ঠাতার যাবজ্জীবন কারাদণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: মাদক ও অবৈধ ওষুধ কেনাবেচার ওয়েবসাইট ‘সিল্ক রোড’ প্রতিষ্ঠাতা রস আলব্রিখটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন এক আদালত।

শনিবার (৩০ মে) মাদক চোরাচালান, মানি লন্ডারিং ও কম্পিউটার হ্যাক করার অভিযোগে ৩১ বছর বয়সী রসের বিরুদ্ধে এ সাজার আদেশ দেন নিউইয়র্কের একটি নিন্ম আদালত।



ফেডারেল প্রসিকিউটররা জানান, রস আলবিখট বিশ কোটি ডলারের বেশি অর্থের মাদক চোরাচালান করেছেন অথবা এ কাজে সহায়তা দিয়েছেন।

জানা গেছে, ‘সিল্ক রোড’ নামের ওয়েবসাইটিটি সর্বপ্রথম ২০১১ সালে খোলা হয়। হ্যান রাজবংশের (খ্রিষ্টপূর্ব ২০৬-২২০ খ্রিষ্টাব্দ) সময় আফ্রো-ইউরেশিয়া অঞ্চলে ছদ্মবেশধারী ডাকাতদের একটি জনপ্রিয় রুটের নাম থেকে এই নামটি নেওয়া হয়।

ওয়েবসাইটটিতে ব্যবহারকারীরা নিজের নাম ও পরিচয় লুকিয়ে প্রবেশ করতে পারতো। এমনকি এর সিকিউরিটি সিস্টেম এতোটা সুরক্ষিত করা ছিল যে, ব্যবহারকারীর আইপি এড্রেস দিয়েও তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব ছিল না।

২০১৩ সালে মাদক চোরাচালানের দায়ে আলব্রিখটকে আটক করে পুলিশ। সেই সঙ্গে ‘সিল্ক রোড’ ওয়েবসাইটটি বন্ধ করে দেয় এফবিআই।

আদালতে দাখিল করা প্রতিবেদনে তদন্তকারী প্রতিষ্ঠান এফবিআই জানিয়েছে, সিল্ক রোডের ব্যবহারকারীর সংখ্যা দশ লাখেরও বেশি। কিন্তু এদের মধ্যে ক’জন সক্রিয় ছিল, তা জানা সম্ভব হয়নি।

সাজা ঘোষনার সময় বিচারক ক্যাথেরিন ফরেস্ট বলেন, অন্য যেকোনো মাদক চোরাচালানীর চেয়ে আলব্রিখট কোনো অংশেই ভালো মানুষ নন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।