ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌথ অভিযান

ভারতীয় সেনাদের সীমান্ত অতিক্রমের খবর অস্বীকার মায়ানমারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ১১, ২০১৫
ভারতীয় সেনাদের সীমান্ত অতিক্রমের খবর অস্বীকার মায়ানমারের ছবি: প্রতীকী

ঢাকা: বিদ্রোহী দমনে যৌথ অভিযানের সময় ভারতীয় সেনাদের সীমান্ত অতিক্রমের খবর অস্বীকার করেছে মায়ানমার কর্তৃপক্ষ।

মায়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের পরিচালক জ তে’য়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



বৃহস্পতিবার (০৪ জুন) সকালে সশস্ত্র বিদ্রোহীরা মণিপুরের চাণ্ডেল জেলায় অতর্কিত হামলা চালিয়ে ২০ জন ভারতীয় সেনাকে হত্যা করে। সেনাবাহিনীর ডোগরা কমান্ডের ছয়টি গাড়ি ইম্ফল থেকে মতুল যাওয়ার পথে চাণ্ডেলে ওঁৎপেতে থাকা বিদ্রোহীদের হামলার মুখে পড়ে। গত দুই দশকের মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে মনে করছেন অনেকে।

ঘটনার দিন সন্ধ্যায় এ হামলার দায় স্বীকার করে নেয় আঞ্চলিক বিদ্রোহী সংগঠন ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)।

এরই প্রেক্ষিতে ভারতীয় সেনা ও বিমান বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ভারত-মায়ানমার সীমান্তে। এসময় হতাহত হয় অর্ধশতাধিক জঙ্গি। এদের বেশিরভাগই এনএসসিএন ও উলফা সদস্য বলে জানানো হয় দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে।

মঙ্গলবার (০৯ জুন) রাতে ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, উখরুল, মণিপুর ও নাগাল্যান্ডের তুয়েনস্যাঙ জেলায় অভিযানগুলো পরিচালিত হয়।

ভারতীয় বিমান বাহিনীর কয়েকটি এমআই-১৭ হেলিকপ্টার যৌথ অভিযানে অংশ নেয় বলে সূত্রের বরাত দিয়ে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। সেই সঙ্গে আসাম রাইফেল ও সেনাবাহিনীর বিশেষ ইউনিট ‘আর্মি স্পেশাল ফোর্স-২১ প্যারা (এসএফ)’ অভিযানে অংশ নেয়।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোড় সংবাদমাধ্যমকে সেসময় বলেন, আমাদেরকে মায়ানমারের সেনাবাহিনী সহায়তা দিচ্ছে। আমরা চাইলে জঙ্গিদের তাড়া করতে প্রতিবেশি রাষ্ট্রেও প্রবেশ করতে পারবো।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আরও জানায়, অভিযানের সময় ভারতীয় সেনারা মায়ানমার সীমান্ত অতিক্রম করে ১৫ জনের বেশি জঙ্গিকে হত্যা করেছে। দুই দেশের সমঝোতার মাধ্যমেই এই অভিযান পরিচালিত হয়েছে।

এরই প্রেক্ষিতে বুধবার (১০ জুন) মায়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের পরিচালক জ তে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, মায়ানমার সেনাদের (তাতমাদও) পাঠানো তথ্য অনুযায়ী, ভারতীয় সেনারা ভারত-মায়ানমার সীমান্তবর্তী ভারতীয় এলাকাতেই অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, মায়ানমার এমন কোনো বিদেশিকে স্বাগত জানাবে না, যে আমাদের মাটিতে অবস্থান করে প্রতিবেশি রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করবে।

এদিকে, মায়ানমার সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনা অভিযানের খবরে বেশ অস্বস্তিতে পড়ে গেছে পাকিস্তান। মায়ানমার সীমান্ত অতিক্রম করে অভিযানের বিষয়ে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোড়ের মন্তব্যকে হুমকি হিসেবে নিয়েছে দেশটি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খান বলেছেন, পাকিস্তান মায়ানমারের মতো নয়। আমাদের সেনারা যেকোনো অভিযান পরিচালনা করতে যথেষ্ট দক্ষ। কাজেই জঙ্গি দমনের নামে পাকিস্তান কখনই ভারতীয় সেনাদের সীমান্ত অতিক্রম করে নিজ এলাকায় প্রবেশের অনুমতি দেবে না।

এসময় তিনি ভারতীয় নেতাদের দিবাস্বপ্ন দেখা বন্ধ করারও পরামর্শ দেন। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রস্তাব ভারতের প্রত্যাখ্যানের ঘটনায় হতাশাও ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আরএইচ

** যৌথ অভিযানে ভারত-মায়ানমার সীমান্তে হতাহত অর্ধশতাধিক জঙ্গি
** বিদ্রোহী দমনে ভারত ও মায়ানমারের যৌথ সেনা অভিযান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।