ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়া এয়ারলাইন্সের প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
মালয়েশিয়া এয়ারলাইন্সের প্লেনের জরুরি অবতরণ ছবি : সংগৃহীত

ঢাকা: ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে জরুরি অবতরণ করেছে।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় (বাংলাদেশ সময় সকাল ১১টায়) প্লেনটি মেলবোর্ন বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



ফ্লাইট এমএইচ-১৪৮ প্লেনটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছিল। মেলবোর্ন বিমানবন্দরে অবতরণের খানিক আগে এর ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে কয়েকবার বিমানবন্দর এলাকার আকাশে চক্কর দিয়ে প্লেনটি নিরাপদে অবতরণ করে বলে জানিয়েছে মেলবোর্ন বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ ঘটনায় কোনো কোনো আরোহী হতাহত হয়নি বলে জানানো হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫/ আপডেট: ১২৩১ ঘণ্টা/ আপডেট: ১৩৩৮ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।