ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জোড়া আত্মঘাতী হামলায় চাদে নিহতের সংখ্যা বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
জোড়া আত্মঘাতী হামলায় চাদে নিহতের সংখ্যা বেড়ে ২৭

ঢাকা: মধ্য আফ্রিকার দেশ চাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে গিয়ে দাঁড়িয়েছে। হামলার ঘটনায় আরও শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



সোমবার (১৫ জুন) রাজধানী এনডজামেনায় পুলিশ সদর দফতরের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে চাদের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দেরাহিম বিরেমে হামিদ সংবাদমাধ্যমকে জানান, নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল ঘিরে ফেলেছে।

উদ্ধার কাজ চলছে উল্লেখ করে চাদের তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র সাইলা বাকারি জানিয়েছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে সংগঠনটির পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করে নেওয়া হয়নি।

প্রতিবেশি দেশ নাইজেরিয়ায় বেশ কিছুদিন ধরেই বোকো হারাম নিধনে কাজ করছে চাদ সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ১৫, ২০১৫/ আপডেট: ১৮০১ ঘণ্টা/ আপডেট: ২১০৬ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।