ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধাপরাধীকে ধর্মীয় নেতা বানানোর চেষ্ট‍া অব্যাহত বিশ্বমিডিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
যুদ্ধাপরাধীকে ধর্মীয় নেতা বানানোর চেষ্ট‍া অব্যাহত বিশ্বমিডিয়ায়

ঢাকা: বাংলাদেশের যুদ্ধাপরাধীদের ‘ধর্মীয় নেতা’ বানানোর চেষ্টা অব্যাহত রেখেছে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এগুলোতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য নেতার মতো মুজাহিদের রায়ের পরও একই রকম সংবাদ প্রকাশ করা হয়েছে।

  

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই বছরের ১১ আগস্ট ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ।

মুজাহিদের আপিল আবেদন খারিজ করে দিয়ে মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন।

এ বিষয়ে এএফপি বলছে, ‘যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত’।

একই কথা বলছে ফ্রান্স২৪, বিজনেস ইনসাইডার, ইয়াহু নিউজ, জি নিউজসহ জনপ্রিয় বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে, ‘দুনিয়া নিউজ’ নামে পাকিস্তানি একটি সংবাদমাধ্যম হেডলাইনে লিখেছে,  ‘বাংলাদেশের ধর্মীয় একটি দলের শীর্ষ নেতার মৃত্যুদণ্ড বহাল’। কী কারণে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে এর হেডলাইনে কিছু না বলা হলেও, সংবাদটির ভেতরে কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধাপরাধের দায়।

মুজাহিদের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করা, হত্যা, নির্যাতন, বিতাড়ন ইত্যাদির অভিযোগ প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জেডএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।