ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারে বোকো হারামের হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
নাইজারে বোকো হারামের হামলায় নিহত ৩০ ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজারের দক্ষিণাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত অর্ধশত লোক।



বুধবার (১৭ জুন) রাতে দেশটির দিফা অঞ্চলের গুয়েসকেরু এলাকার দু’টি গ্রামে এ হামলা চালানো হয়।

এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় কোনো বড় হামলা চালালো নাইজেরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠীটি। এর আগে, সোমবার (১৫ জুন) চাদের রাজধানীতে হামলা চালিয়ে অন্তত ৩৪ জনকে হত্যা করে বোকো হারামের সদস্যরা।

নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদমাধ্যম জানায়, জঙ্গিরা গাড়ি ও মোটরবাইকে চড়ে ওই দুই গ্রামে হামলা চালায় এবং বাসিন্দাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোঁড়ে। অতর্কিত হামলার মুখে কিছু লোক লুকিয়ে বাঁচলেও প্রাণ হারায় ৩০ জন।

এ ঘটনার পর দিফা অঞ্চলে নিরাপত্তা বাহিনী অভিযানে নেমেছে বলে জানিয়েছে নাইজার সরকার।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।