ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমাদের সহযোগীতা করতে আগ্রহী রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
পশ্চিমাদের সহযোগীতা করতে আগ্রহী রাশিয়া রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ঢাকা: পশ্চিমাদের সহযোগীতা করতে মস্কো আগ্রহী বলে জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১৯ জুন) সেন্ট পিটার্সাবর্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তৃতার সময় এ আগ্রহের কথা বলেন তিনি।



এসময় তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের স্বচ্ছ ও নিশ্চিত অর্থনীতি নিশ্চিতের ব্যাপারেও বদ্ধপরিকর তার দেশ।

গত বছর প্রথমদিকে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধের পর আবারও শীতলতর হয়ে পড়ে রাশিয়া-পশ্চিমা সম্পর্ক। এ ইস্যুতে দেশটিকে শিল্পোন্নত দেশগুলোর তালিকা থেকেও বাদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।