ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে বাণিজ্যিক প্লেন ওঠানামা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
নিউজিল্যান্ডে বাণিজ্যিক প্লেন ওঠানামা বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডে সব ধরনের বাণিজ্যিক প্লেন ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৮ মিনিটে) দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



দেশব্যাপী রাডার নেটওয়ার্কে ত্রুটির কারণে প্লেন চলাচলে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিবৃতিতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় পর্যায়ে রাডার নেটওয়ার্কে ত্রুটি দেখা দেওয়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও এয়ারওয়েজ নিউজিল্যান্ডকে সব ধরনের বাণিজ্যিক চলাচলে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

রাডার ত্রুটির কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বলে জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।

এদিকে, এই ত্রুটির কারণে দেশটির বিমানবন্দরে কি পরিমাণ যাত্রী আটকা পড়েছে সে বিষয়েও এখন পর্যন্ত বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।