ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে তাপদাহে কমপক্ষে ১৩৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুন ২২, ২০১৫
পাকিস্তানে তাপদাহে কমপক্ষে ১৩৬ জনের প্রাণহানি ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সিন্ধ প্রদেশে কয়েকদিনের তীব্র তাপদাহে কমপক্ষে ১৩৬ জনের প্রাণহানি হয়েছে।

এর মধ্যে শুধু করাচিতেই মারা গেছেন ১৩২ জন।



রোববার (২১ জুন) দেশটির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

তাপদাহে আক্রান্তদের অধিকাংশই করাচির জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিরা আব্বাসি শহীদ হাসপাতাল, ল্যারি জেনারেল হাসপাতাল ও করাচি সিভিল হাসপাতালে মারা যান।

জেপিএমসি হাসপাতালের চিকিৎসক সিমিন জামালি সংবাদমাধ্যমকে জানান, এদের সবাই হিটস্ট্রোক অথবা পানিস্বল্পতায় মারা গেছেন। তাদের প্রায় সবাই বয়সে পঞ্চাশোর্ধ।

এখনও তাপদাহে আক্রান্ত রোগীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বলে জানান তিনি।

শনিবার সিন্ধ প্রদেশের তিন জেলা জাকোবাদ, লারকানা ও শুক্কুরে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে ১৯৩৮ সালে করাচিতে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

গত মাসেই প্রতিবেশি দেশ ভারতে তীব্র তাপদাহে প্রায় এক হাজার সাতশ’ মানুষ প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫/ আপডেট: ১১০০
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।