ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে পার্লামেন্ট ভবনে তালেবান হামলা, সংঘর্ষ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
কাবুলে পার্লামেন্ট ভবনে তালেবান হামলা, সংঘর্ষ চলছে ছবি: সংগৃহীত

ঢাকা: কাবুলে আফগানিস্তানের পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে আত্মঘাতী তালেবান যোদ্ধারা। সোমবার সকালে পার্লামেন্টের অধিবেশন চলার সময় প্রথম বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

ভবনের বাইরে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা গেছে টেলিভিশনে।

হামলার দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় জানান, ‘মুজাহিদরা আফগান সংসদ ভবনের ভেতর ঢুকে পড়েছে। ’

এ ঘটনায় হতাহতের তাৎক্ষণিক বিবরণ না পাওয়া গেলেও তিন পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজন নারী এমপিও রয়েছেন বলে জানা গেছে।

আস্থা ভোটে এমপিদের সমর্থন লাভের জন্য আফগানিস্তানের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী মাসুম সানেকজাই যখন তার তার বক্তব্য উপস্থাপন করছিলেন ঠিক তখনই এ হামলা চালানো হয়।

টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিস্ফোরণের পরপরই  সংসদ সদস্যরা দৌড়ে ভবন থেকে বাইরে বের হয়ে যাচ্ছেন।

এ সময় সংসদ ভবনে ধোঁয়াও উড়তে দেখা যায়। তবে অনেকে এখনও ভবনটির ভেতরে আটকা পড়ে আছেন। সংসদ ভবন ছাড়াও রাজধানী কাবুলের ডামাজঙ্গ এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ২২, ২০১৫/আপডেটেড: ১২৪২ ঘণ্টা/আপডেটেড: ১৩০৩ ঘণ্টা/১৩৩৫ ঘণ্টা
এবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।