ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে আটক আল-জাজিরা সাংবাদিক মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
জার্মানিতে আটক আল-জাজিরা সাংবাদিক মুক্ত আহমেদ মনসুর

ঢাকা: জার্মানিতে আটক কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরার সিনিয়র সাংবাদিক আহমেদ মনসুরকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মনসুরকে মুক্তি দেওয়া হয় বলে তার আইনজীবীদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এর আগে মিশরের অনুরোধে বেশ কয়েকটি অভিযোগে শনিবার (২০ জুন) জার্মানির বার্লিনে স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটে তাকে আটক করে পুলিশ।

রোববার (২২ জুন) শুনানি শেষে জার্মানির একটি আদালত মনসুরকে অস্থায়ীভাবে বার্লিনের মোয়াবিত কারাগারে পাঠালেও পরবর্তীতে মুক্তি দেন।

মনসুরের একজন আইনজীবী প্যাট্রিক তিউবনার বলেন, আদালতের নির্দেশে মনসুর এখন যেকোনো সময় জার্মানি ত্যাগ করতে পারবেন।

** জার্মানিতে আল-জাজিরার সাংবাদিক আটক

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।