ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফরাসি প্রেসিডেন্টদের ওপর গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
ফরাসি প্রেসিডেন্টদের ওপর গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস

ঢাকা: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ফরাসি তিন প্রেসিডেন্টের ওপর গুপ্তচরবৃত্তি করেছে বলে উইকিলিকস জানিয়েছে।

গুপ্তচরবৃত্তির শিকার এই তিন ফরাসি প্রেসিডেন্ট হচ্ছেন- জ্যাক শিরাক, নিকোলাজ সারকোজি ও ফ্রাসোঁয়া ওলাঁদ।



বুধবার (২৪ জুন) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি সংবাদমাধ্যমকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় ফ্রান্সের সরকার এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।

এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয় যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।