ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এয়ারব্যাগ জটিলতা

এবার ৩২ লাখ গাড়ি তলব টয়োটা-নিশানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এবার ৩২ লাখ গাড়ি তলব টয়োটা-নিশানের

ঢাকা: এয়ারব্যাগ সমস্যার কারণে ফের বিশ্বব্যাপী ৩২ লাখ গাড়ি তলব করতে যাচ্ছে জাপানের শীর্ষ দুই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও নিশান।

এয়ারব্যাগ সংশ্লিষ্ট জটিলতায় বিশ্বব্যাপী আটজনের মৃত্যুর কারণে এ সংখ্যক গাড়িকে তলব করা হচ্ছে বলে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এ বিষয়ে এক বিবৃতিতে টয়োটা জানায়, এয়ারব্যাগ জটিলতায় বিশ্বব্যাপী আটাশ লাখ ৬০ হাজার গাড়ি তলব করা হচ্ছে।

একই সমস্যায় প্রায় দুই লাখ গাড়ি তলব করছে নিশান। আর এক লাখ বিশ হাজার গাড়ি তলব করছে দেশটির অপর এক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি।

এর আগে গত মে মাসে এয়ারব্যাগ জটিলতায় বিশ্বব্যাপী ৬৫ লাখ গাড়িকে তলব করে টয়োটা ও নিশান।

গত মার্চে যুক্তরাষ্ট্রে এক লাখ গাড়ি জরুরি তলব করে জাপানের তৃতীয় বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।