ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুরুন্ডির ভাইস প্রেসিডেন্টের দেশত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
বুরুন্ডির ভাইস প্রেসিডেন্টের দেশত্যাগ জার্ভিয়াস রুফাইকিরি

ঢাকা: বুরুন্ডির ভাইস প্রেসিডেন্টদের একজন জার্ভিয়াস রুফাইকিরি দেশত্যাগ করেছেন। প্রেসিডেন্ট এনকুরুনজিজার নির্বাচনে অংশ নেওয়ার বিরোধিতা করে তিনি দেশত্যাগ করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



দেশত্যাগ করে জার্ভিয়াস বেলজিয়ামে আশ্রয় চেয়েছেন। ফ্রান্স২৪ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশত্যাগ ও বেলজিয়ামে আশ্রয় চাওয়ার বিষয়টি স্বীকার করেন।

এসময় তিনি প্রেসিডেন্ট এনকুরুনজিজাকে উদ্দেশ্য করে বলেন, স্বার্থের কথা ভুলে বুরুন্ডির জনগণের কল্যাণে মন দিন। প্রেসিডেন্ট নির্বাচন থেকে আপনার নাম প্রত্যাহার করে নিন। আপনি যা করছেন, তা সংবিধানের লঙ্ঘন।

এর আগে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট এনকুরুনজিজার নাম ঘোষণাকে কেন্দ্র করে বুরুন্ডিতে বিক্ষোভ শুরু হয়। এরই সূত্র ধরে চলতি বছর ১৩ মে তার তানজানিয়ায় অবস্থানকালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থান হয় দেশটিতে। সেসময় এনকুরুনজিজা প্রাথমিক চেষ্টায় দেশের মাটিতে পা রাখতে না পারলেও পরে ঠিকই তার অনুগত বাহিনীর সহায়তায় দেশে ফেরেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।