ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বেলআউট’ চুক্তিতে সিদ্ধান্ত নিতে ৫ জুলাই গ্রিসে গণভোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
‘বেলআউট’ চুক্তিতে সিদ্ধান্ত নিতে ৫ জুলাই গ্রিসে গণভোট

ঢাকা: আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে ‘বেলআউট’ চুক্তি স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৫ জুলাই গ্রিসে গণভোট আহ্বান করেছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাস। ধ্বসে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগকে ‘বেলআউট’ বলা হয়।



স্থানীয় সময় শনিবার (২৭ জুন) সকালে মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠক শেষে টেলিভিশন বক্তৃতায় তিনি এ গণভোটের ঘোষণা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বক্তৃতায় তিনি বলেন, গ্রিক সরকারের কাছে নতুন এক প্রস্তাব এসেছে। জনগণের ওপর বোঝা কমাতে এ প্রস্তাব মেনে নিতে বলা হয়েছে।

সাইপ্রাস আরও বলেন, এই মুহূর্তে আমরা দেশের ভবিষ্যত নির্ধারনে এক ঐতিহাসিক দায়িত্ব পালন করছি এবং এ দায়িত্বে সাড়া দিতে গ্রিসের জনগণের সার্বভৌমত্বের কাছে আমাদের উত্তর খুঁজতে হবে।

এর আগে সাইপ্রাস ঋণদাতাদের বিরুদ্ধে নতুন পেনশন কাঠামো নির্ধারণ, সেলস ট্যাক্স বৃদ্ধি ও শ্রমবাজার সংস্কারের দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন।

বিশ্লেষকরা বলছেন, গ্রিসে গণভোট আহ্বানে সাইপ্রাসের একমাত্র উদ্দেশ্য, জনগণ ‘না-ভোট’ দিয়ে বেল‌আউটক চুক্তিকে প্রত্যাখ্যান করুক। তখন তিনি ঋণদাতাদের বলতে পারবেন, আমার পেছনে গ্রিসের জনগণ আছে, এবার আপনাদের নতুন কোনো শর্ত খোঁজা উচিত।

এদিকে, নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত না হলে চরম অর্থসংকটে পড়ার ঝুঁকি রয়েছে গ্রিসের। দেশটির ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পাশাপাশি পেনশন ভাতা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে সংকটে পড়বে সরকার। এছাড়া দেশ পরিচালনায় সরকারি ব্যয় নির্বাহেও জটিলতার মুখে পড়বে গ্রিস। সেই সঙ্গে ‌ঋণখেলাপির তালিকায় পড়ে ইউরোজোন থেকেও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্রুত সময়ের মধ্যে ৮.১ বিলিয়ন ডলারের (৬৩ হাজার ৪৪ কোটি টাকা প্রায়) নতুন বেলআউট ঋণচুক্তি স্বাক্ষরিত না হলে দেশটি মঙ্গলবারের (৩০ জুন) মধ্যে আন্তর্জাতিক অর্থ তহবিলকে (আইএমএফ) ঋণের ১.৮ বিলিয়ন ডলার (১৪ হাজার ১০ কোটি টাকা প্রায়) ফেরত দিতে ব্যর্থ হবে।

এছাড়া চলতি বছর জুলাইয়ের মধ্যে ঋণের আরও বড় অর্থ ফেরত দেওয়ার তাগাদা রয়েছে গ্রিসের ওপর।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।