ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাবার দূষণেই কুয়েত এয়ারলাইন্সের প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
খাবার দূষণেই কুয়েত এয়ারলাইন্সের প্লেনের জরুরি অবতরণ ছবি: সংগৃহীত

ঢাকা: নিউইয়র্ক থেকে কুয়েত সিটি যাওয়ার পথে লন্ডনের হিথরো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে কুয়েত এয়ারলাইন্সের একটি প্লেন। প্রাথমিকভাবে ছিনতাই সন্দেহ করা হলেও পরে জানা গেছে, প্লেনের যাত্রীরা খাবার দূষণের শিকার হওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয় এটি।



শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে) ফ্লাইট কেইউ-১১৮ এর প্লেনটি লন্ডনে অবতরণ করে।

এর আগে জার্মানির আকাশে থাকাকাল দিক পরিবর্তন করে প্লেনটি হঠাৎ লন্ডনের দিকে উড়ে গেলে স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে জরুরি অবস্থা জারি করে কুয়েত এয়ারওয়েজ। ধারণা করা হচ্ছিলো, প্লেনটি ছিনতাইয়ের শিকার হয়েছে।

তবে হিথরো বিমানবন্দরে অবতরণের পর জানা যায়, প্লেনের যাত্রীরা খাবার দূষণের শিকার হয়েছেন। এতে ছয়জন যাত্রী ছিলেন।

শুক্রবার (২৬ জুন) কুয়েতের একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী জঙ্গি হামলায় পর থেকেই দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। এ হামলায় অন্তত ২৫ জন নিহত হন। জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে এর দায় স্বীকার করে নেওয়া হয়েছে।

** কুয়েত এয়ারলাইন্সের প্লেন ছিনতাই!
** কুয়েতে শিয়া মসজিদে আইএসের আত্মঘাতী হামলা, নিহত ১৩

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।