ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে হন্ডুরাসে হাজার জনতার বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে হন্ডুরাসে হাজার জনতার বিক্ষোভ জুয়ান হার্নান্দেজ / ছবি: সংগৃহীত

ঢাকা: হন্ডুরাসের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারিতে প্রেসিডেন্ট জুয়ান হার্নান্দেজের নাম উঠে আসায় তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার জনতা।

শনিবার (২৭ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শুক্রবারের (২৬ জুন) এ বিক্ষোভের খবর জানানো হয়।



খবরে প্রকাশ, রাজধানী তেগুশিগালপায় প্রায় ২৫ হাজার মানুষ মশাল হাতে প্রেসিডেন্ট জুয়ানের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে দিতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে পদযাত্রা করে এদিন। দুর্নীতির ঘটনায় এসময় স্বাধীন তদন্তেরও দাবি করা হয়।

২০১৩ সালে নির্বাচনী প্রচারনার সময় হন্ডুরাসের সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান ‘হন্ডুরান ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটি’র সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত প্রায় ২০ কোটি ডলারের (১৫৫৬ কোটি টাকা প্রায়) দুর্নীতির বিষয়টি খবরে উঠে আসে সম্প্রতি। এতে প্রেসিডেন্ট জুয়ানের সংশ্লিষ্টতা রয়েছে বলেও খবরে দাবি করা হয়। এরপর থেকেই তার বিরুদ্ধে জনমনে অসন্তোষ বাড়তে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।