ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানের বিনোদনপার্কে আগুনে আহত দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
তাইওয়ানের বিনোদনপার্কে আগুনে আহত দুই শতাধিক সংগৃহীত

ঢাকা: তাইওয়ানের নিউ তাইপের একটি ওয়াটার পার্কে আগুন লেগে আহত হয়েছেন দুই শতাধিক দর্শনার্থী। তবে এখনো পর্যন্ত কারও নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।



স্থানীয় সময় শনিবার (২৭ জুন) সন্ধ্যায় একটি পার্টি চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

ফোকাস তাইওয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ তাইপের ফায়ার ডিপার্টমেন্টের ম‍ুখপাত্র ওয়াং ওয়াই-শেং এর বরাত দিয়ে জানায়, অজানা এক ধরনের পাওডার থেকে পার্কের মূল স্টেজে আগুন লাগে। এসময় প্রায় এক হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।

ওয়াং জানান, আহতদের মধ্যে ৮৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও ১৩১ জন বিভিন্নভাবে আহত হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলে আরও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান উপস্থিত দর্শনার্থীরা।

দর্শনার্থীরা জানান, ঘটনাস্থলে এক ধরনের পাওডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েতে দেখা যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনো উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।