ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেলবোর্নের জেলে সিগারেটের জন্য দাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
মেলবোর্নের জেলে সিগারেটের জন্য দাঙ্গা

ঢাকা: সিগারেটের দাবিতে দাঙ্গা শুরু করেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি জেলের কয়েদিরা।

মঙ্গলবার (৩০ জুন) মেলবোর্নের রাভেনহলে মেট্রপলিটন রিমান্ড সেন্টারে এ দাঙ্গা শুরু হয়েছে।



দেশটির সংবাদমাধ্যম জানায় প্রায় ৬০ জন কয়েদি এ দাঙ্গায় লিপ্ত হয়েছেন।

সম্প্রতি মেলবোর্নের জেলখানাগুলোয় সিগারেট নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণা কার্যকরের একদিন আগে থেকেই জেলে সিগারেটের প্রবেশ নিষিদ্ধ হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন কয়েদিরা।

বিক্ষুব্ধ কয়েদিরা জেলখানার মধ্যে ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করেছেন।

স্থানীয় পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, কয়েদিদের শতকরা ৮৫ ভাগই ধূমপায়ী। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।