ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ি বহরে হামলার ঘটনায় মিশরের প্রসিকিউটর নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
গাড়ি বহরে হামলার ঘটনায় মিশরের প্রসিকিউটর নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: গাড়ি বহরে হামলার ঘটনায় মিশরের শীর্ষ প্রসিকিউটর হিশাম বারাকাত নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন তার দেহরক্ষী।



সোমবার (২৯ জুন) মিশরের রাজধানী কায়রোয় হেলিওপলিস জেলায় হামলার ঘটনাটি ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর আগে প্রাথমিক খবরে আহত হিশামের অবস্থা ‘আশঙ্কাজনক নয়’ বলে জানানো হয়।

হামলার পরই চিকিৎসার জন্য হিশাম ও তার দেহরক্ষীকে কায়রোয় নোজহা হাসপাতালে নেওয়া হয়। সেখানে হিশামের ‘অভ্যন্তরীন রক্তপাত’ বন্ধ করা না গেলে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু তারপরও তাকে বাঁচানো যায়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্র আল-আহরাম।

২০১৩ সালের জুলাইয়ে হিশাম বারাকাতকে শীর্ষ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন অন্তঃবর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আরএইচ

** মিশরে প্রসিকিউটরের গাড়িবহরে বোমা হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।