ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১ জুলাই ‍আসছে ১ সেকেন্ড পর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
১ জুলাই ‍আসছে ১ সেকেন্ড পর! সংগৃহীত

ঢাকা: ২০১৫ সাল লিপ ইয়ার না হলেও এ বছরের একটি দিন কিন্তু লিপ সেকেন্ড। অর্থাৎ বাড়তি একটি সেকেন্ড রয়েছে।

আর এটি যদি হয় আজই তো!

হ্যাঁ, মঙ্গলবার ৩০ জুনই সেই লিপ সেকেন্ড। এর জন্য বাকি আছে আর মাত্র কয়েক ঘণ্টা। এদিন রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পর হয়ে যাবে ৬০ সেকেন্ড (২৩:৫৯:৬০)।

পৃথিবীর আবর্তন এদিন একটু ধীর হবে, যার জন্য অতিরিক্ত যে সময় প্রয়োজন তাই লিপ সেকেন্ড। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট কর্মকর্তা ড্যানিয়েল ম্যাকমিলান।

তিনি বলেছেন, অন্য সব দিনের চেয়ে আনুষ্ঠানিকভাবে এ দিনটির মেয়াদ এক সেকেন্ড বেশি হচ্ছে।

সাধারণত ৮৬ হাজার ৪০০ সেকেন্ডে একদিন হয় (২৪ ঘণ্টা)। কিন্তু এদিন হচ্ছে ৮৬ হাজার ৪০০.০০২ সেকেন্ড।

নাসা’র তথ্য হলো, পৃথিবীর ক্রমশ কমতে থাকা আহ্নিক গতির সঙ্গে তাল মেলানোর জন্য অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করা হচ্ছে। সে জন্য ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পরই ১ জুলাইয়ের সূচনা হবে না। যোগ হবে আরও এক সেকেন্ড। এর পরেই আসবে ১ জুলাই।

ড্যানিয়েল ম্যাকমিলান বলেন, পৃথিবীর গতি দিন দিন ধীর হচ্ছে। সে জন্য কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা ইউটিসি এবং অ্যাটমিক টাইম সমান রাখতে ইউটিসিতে ১ সেকেন্ড যোগ করার এ সিদ্ধান্ত।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।