ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নারী চিকিৎসকের গায়ে হাত, বিপাকে কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
নারী চিকিৎসকের গায়ে হাত, বিপাকে কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: জনসম্মুখে নারী চিকিৎসকের শরীরে অপ্রয়োজনীয়ভাবে হাত রেখে বিপাকে জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী লাল সিং।

মঙ্গলবার (৩০ জুন) ক্যামেরায় মন্ত্রীকে এক সরকারি হাসপাতালে নারী চিকিৎসকের শরীরে অপ্রয়োজনীয়ভাবে হাত তুলতে দেখা যায়।

তার আশপাশের লোকজন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুল করেননি!

পরে ফাঁস হওয়া ওই ছবিতে দেখা যায়, লাল সিং যখন ওই নারী চিকিৎসকের অ্যাপ্রনের কলারে হাত দিচ্ছিলেন তখন অন্যরা দাঁড়িয়ে দেখছিলেন। ছবিটি টুইটার-ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিরোধীরা মন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দাবি করেছেন।

শুধু এবারই প্রথম এমন বিতর্কের জন্ম দিলেন না লাল সিং। মাত্র দুই সপ্তাহ আগে আরেক নারী নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে নালিশ করা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
কেএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।