ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি এক সূত্রের বরাত দিয়ে শুক্রবার (০৩ জুলাই) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদামধ্যম।



খবরে বলা হয়, ইসরায়েলি সেনাদের একটি টহল গাড়িতে পাথর ছুঁড়লে ওই কিশোরকে গুলি করা হয়।

এর আগে গত বছর ডিসেম্বরেও পাথর ছোঁড়ার কারণে এক কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়ালে সেনারা। এতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষের সূত্রপাত ঘটলে তা দমনে ফিলিস্তিনে ব্যাপক গ্রেফতার অভিযান পরিচালনা করে ইসরায়েল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।