ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরিডুবিতে প্রাণহানি বেড়ে ৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
ফিলিপাইনে ফেরিডুবিতে প্রাণহানি বেড়ে ৪১ ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (০৩ জুলাই) সকালে আরো তিনটি মরদেহ উদ্ধারের পর নতুন এ প্রাণহানির সংখ্যা দাঁড়ায়।



এদিকে বৈরী আবহাওয়ার কারণে তীব্র স্রোতে উদ্ধার তৎপরতা ব্যাঘাত ঘটায় নিখোঁজ ১২ জনের অনুসন্ধানে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

এ কারণে সকালে ডুবুরিরা সমুদ্রের তলদেশে অভিযান বাতিল করেছেন। তবে নৌকার মাধ্যমে ঘটনাস্থলের আশপাশে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইন জাতীয় পুলিশের ডিরেক্টর আশহার ডোলিনা।

তবে ফেরিটির একাংশ এখনো পানির ওপরে দৃশ্যমান রয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

১৭৩ জন আরোহী নিয়ে বৃহস্পতিবার (০২ জুলাই) ফিলিপাইনের অরমোক বন্দর ত্যাগ করার কিছু পরই ফেরিটি ডুবে যায়। এ সময় ১১৮ জন আরোহী সাঁতরে ও বিভিন্ন উপায়ে তীরে উঠতে সক্ষম হন।

বৈরী আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছে ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। যাত্রী ছাড়াও ফেরিটি সিমেন্ট ও চাল বহন করছিল।

বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী জানান, বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়ার আগে ফেরিটি দ্রুতই ডান দিয়ে মোড় নিতে থাকে। এ সময় তীব্র স্রোত ফেরিটিকে পানিতে তলিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।