ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে আইএসের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
ইসরায়েলে আইএসের রকেট হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের ওপর রকেট হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মিশর শাখার সদস্যরা।

মিশরের সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দু’টি রকেট নিক্ষেপ করে এ হামলা চালানো হয়।

তেলআবিব কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

তবে, নিক্ষিপ্ত রকেটের আঘাতে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে। আইএস বলছে, মিশরীয় সেনাবাহিনীর প্রতি সমর্থন জ্ঞাপন করার কারণে ইসরায়েলকে এ জবাব দিয়েছে তারা।

গত ১ জুলাই সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলে জঙ্গিদের হামলায় ১৭ মিশরীয় সেনা নিহত হয়। এরপর সরকারের তরফ থেকে জোরালো অভিযান চালানো হলে নিহত হয় শতাধিক আইএস জঙ্গি। ওই অভিযানের পর থেকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে আইএস।

আইএস জানায়, মিশর সরকারকে ইসরায়েলের সমর্থনের জবাবে তারা ‘অধিকৃত ফিলিস্তিন’ লক্ষ্য করে গ্রাড রকেট হামলা চালিয়েছে। পরে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, দু’টি রকেট দেশের নেগেব অঞ্চলের উন্মুক্ত স্থানে পড়েছে। এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে, ওই হামলার পর গাজা সীমান্তে সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এছাড়া, সিনাইয়ে সহিংসতা শুরুর পর থেকে মিশর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।