ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসের সিদ্ধান্তে নাখোশ ঋণদাতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
গ্রিসের সিদ্ধান্তে নাখোশ ঋণদাতারা

ঢাকা: ‌আন্তর্জাতিক ঋণদাতাদের কঠোর শর্ত মেনে ঋণচুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গ্রিসের জনগণ। জনগণের এ সিদ্ধান্তে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাসের মুখে হাসি ফুটলেও নাখোশ হয়েছেন ঋণদাতারা।



রোববার (০৫ জুলাই) গ্রিসে অনুষ্ঠিত হয় গণভোট। স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় সকাল ১০টা) থেকে শুরু হয়ে এ ভোট চলে স্থানীয় সময় রাত ৮টা (বাংলাদেশ সময় রাত ১১টা) পর্যন্ত। স্থানীয় সময় রাত ৯টা থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘বেলআউট’ চুক্তিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। এতে ‘হা’ ভোটের পক্ষে রায় দিয়েছেন ৩৯ শতাংশ ভোটার আর সিপরাসের ওপর আস্থা রেখে ‘না’ ভোট দিয়েছেন ৬১ শতাংশ ভোটার।

গ্রিস জনগণের এ রায়ে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস যতোই খুশি হোন না কেন, তা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ঋণদাতাদের কপালে। ইউরোজোনের অর্থমন্ত্রীদের প্রধান জেরোয়েন ডিজসেলব্লোয়েম বলেছেন, এই গণভোটের ফল গ্রিসের ভবিষ্যতকে ‘শোচনীয়’ পর্যায়ে ঠেলে দিল।

ইউপীয় পার্লামেন্টের প্রধান মার্টিন শুলজ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইউরোপ খুব কঠিন ও নাটকীয় অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। এ অনিবার্য বিপর্যয় তখনই ঠেকানো সম্ভব, যখন গ্রিস সরকার অর্থবহ কোনো প্রস্তাব নিয়ে হাজির হবে।

জার্মান ডেপুটি চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল গণভোটের ফল ঘোষিত হওয়ার পরপরই বলেছেন, সিপরাস ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে সেতুবন্ধন ভেঙ্গে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
আরএইচ

** ‘বেইলআউট’ প্রত্যাখ্যান করল গ্রিসের জনগণ
** ‘না’ জেতার পর গ্রিক অর্থমন্ত্রীর পদত্যাগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।