ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২০

ঢাকা: নাইজেরিয়ায় বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।



মঙ্গলবার (০৭ জুলাই) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জারিয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে প্রাদেশিক গভর্নর নাসির এল-রুফা’ইর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নাসির বলেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত এ ঘটনায় জড়িতদের ব্যাপারে কিছু জানা যায়নি। কোনো সংগঠনের পক্ষ থেকেও এর দায় স্বীকার করে নেওয়া হয়নি। তবে পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শপথ অনুষ্ঠানের দিন থেকেই দেশটিতে হামলা শুরু করেছে বোকো হারাম। এরপর এ পর্যন্ত ছোট-বড় বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য প্রকাশ করা জঙ্গি সংগঠনটি। এর আগে যে কোনো প্রকারে দেশটির নির্বাচন বানচালের হুমকি দিয়েছিল বোকো হারাম।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।